আধুনিক চিন্তা ভাবনাকে বাস্তবিক করে তুলতে উন্নত প্রযুক্তির বিকল্প নেই। তাই বাংলাদেশ বিনির্মাণে ও প্রযুক্তি নির্ভর সমাজ ভিষন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে
ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, বরিশাল- এর উদ্যোগে আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর’২০১৯ দক্ষিনাঞ্চলে প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে “ইউজিভি প্রথম আইসিটি কার্ণিভেল”। Cyber security, Freelancing, Ict internship, Quantum computing সহ প্রতিদিন থাকছে নানা প্রযুক্তি বিষয়ক কর্মশালা।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন,
ডিন, ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি। ইউনিভার্সিটি অব কোলকাতা, (ভারত) ডঃ অম্লান চক্রবর্তী,
প্রফেসর, ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি। ইউনিভার্সিটি অব কোলকাতা, (ভারত) ডঃ সপ্তর্ষি গোস্বামী।
ডেভলপার অব গুগল ইন্ডিয়া, সব্যসাচী মুখোপাধ্যায়।
এছাড়াও দেশের উল্লেখযোগ্য প্রযুক্তি বিশেষজ্ঞগণ।
আরও উপস্থিত থাকবেন বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ, ডাচ বাংলা ব্যাংকের সাইবার সিকুরুরিটি প্রধান জনাব মুশফিক, প্রসিদ্ধ ফ্রিল্যান্সার তোহিদুর রহমান ও সুমান সাহা।